Monday, January 26, 2009

বর্তমান একবিংশ শতাব্দীতে এসে সারা বিশ্ব ব্যাপকভাবে পানীয় জলের সংকটে ভুগছে। প্রাকৃতিক বিপর্যয়, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক দৈন্যতার এই সময় পানি সমস্যা দিন দিন বাড়ছেই।

এই সমস্যা কতটা ? একটা তথ্য দেই - সারা বিশ্বে ১।১ বিলিয়ন মানুষ পানি পায় না ।

অন্যভাবে আরেকটি তথ্যের উপর নির্ভর করতে পারি : সারা বিশ্বে ২।৬ বিলিয়ন মানুষের স্যানিটেশন সুবিধা নেই। আর এই সংখ্যা অধিকাংশ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির আলোকে প্রদত্ত।

এরকম আরো কিছু তথ্য আছে -

১ । সারা বিশ্বের বর্তমানে রয়েছে শুধুমাত্র ১৭৭টি বড় নদী (যাদের দৈর্ঘ্য ১০০০ কিমি এর বেশী), যাদেরই রয়েছে স্বাভাবিক গতিপথ অর্থাৎ এই নদীগুলোর উপর এখনও কোন বাঁধ দেয়া হয়নি কিংবা এদের চলার পথে কোন প্রতিবন্ধকতা নেই এখনও।

২। গত ত্রিশ বছরে সারা পৃথিবীর মিঠা পানির প্রাণীর সংখ্যা বিলুপ্ত হয়েছে ৫০% । আর এধরনের মিঠা পানির প্রাণীর বিলুপ্তি জীববৈচিত্র্যের পাশাপাশি ঘটাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়।

এরকম আরো তথ্যে তথ্যে পরিপূর্ন করা যায় আমাদের পানীয় জলের ঘাটতির ব্যাপকতা । আর তৃতীয় বিশ্বের জনবহুল দেশ হিসেবে আমাদের দেশের পানীয় জলের সংকটের তীব্রতা নিয়ে বলাই বাহূল্য।

সূত্র : ইন্টারনেট

বি: দ্র: সামনেই আসছে গ্রীষ্মকাল আর আমাদের সীমাহীন কষ্টের দিনগুলি। এ বিষয়ে সামনে আরো লেখা দেয়ার ইচ্ছা রইল।

No comments:

Post a Comment